Archiveইসলামপুররায়গঞ্জ

জানুয়ারিতে দাড়িভিটে সভা করবে তৃণমূল, থাকবেন পরিবহন মন্ত্রী

 

NBlive হেমতাবাদঃ তৃণমূলের ব্রিগেড সমাবেশকে সামনে রেখে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ইসলামপুরের দাড়িভিটে জনসভার আয়োজন করতে চলেছে তৃণমূল। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার ব্রিগেড সমাবেশকে সামনে রেখে হেমতাবাদে তৃণমূলের কর্মী সভা মঞ্চ থেকে একথা ঘোষণা করেন মন্ত্রী নিজেই। তিনি বলেন, ইসলামপুরের দাড়িভিট গ্রামে স্কুল মাঠে আগামী জানুয়ারি মাসের ৬ তারিখে সভা করার কথা সিদ্ধান্ত হয়েছে। সভা মঞ্চে তাঁর উপস্থিত থাকার কথাও এদিন স্পষ্ট করেছেন মন্ত্রী। তিনি বলেন, রায়গঞ্জ, ইসলামপুর দূরের কথা দাড়িভিট থেকে লোকসভা ভোটে লিড দেখাক বিজেপি।

 

 

Back to top button