Archiveইসলামপুর

দাড়িভিট স্কুলের অচলাবস্থা কাটাতে সর্বদলীয় বৈঠকের ডাক

 

NBlive ইসলামপুরঃ দাড়িভিট হাইস্কুল খুলতে এবার সর্বদলীয় বৈঠকের ডাক দিল ইসলামপুরের মহকুমা শাসক। আগামী ৮ নভেম্বর জেলা শাসক,জেলা পুলিশ সুপার সহ ইসলামপুর মহকুমা এলাকার সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠক আয়োজিত হতে চলেছে বৃহস্পতিবার।

 

 

দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পর থেকেই অচলাবস্থা শুরু হয়
দাড়িভিট হাইস্কুলে। স্কুল খোলার বিষয়ে একাধিকবার বৈঠকের ডাক দিলেও ঘটনার সিবিআই তদন্তের দাবীতে অনড় দুই ছাত্রের পরিজন ও গ্রামবাসীদের বাধায় তা এখনও সম্ভব হয়ে ওঠেনি। এদিকে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি প্রধান শিক্ষককে শোকজ ও সাসপেন্ড করেছে রাজ্য শিক্ষা দপ্তর। ভেঙে দেওয়া হয়েছে স্কুল পরিচালন সমিতি। দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামপুরের মহকুমা শাসককে।

 

 

 

দায়িত্ব নেওয়ার পরেই মহকুমা শাসক হত পরিবারের সাথে বৈঠকে বসেন। স্কুল চালু করার ব্যাপারে কথা বলতে হতদের বাড়িতে যান ইসলামপুরের মহকুমাশাসক, বিডিও শতদল দত্ত, দাড়িভিট বিদ্যালয়ের প্রশাসক। কিন্তু ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুল খুলতে দেওয়া হবেনা বলে পরিষ্কারভাবে জানিয়ে দেন মৃত ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবারের লোকেরা। ফলে স্কুল খোলা নিয়ে অচলাবস্থা এখনও কাটেনি। এরপরেই সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মহকুমা শাসক। আগামী বৃহস্পতিবার ইসলামপুরের বিবেকানন্দ সভাগৃহে ওই বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

Back to top button