
NBlive রায়গঞ্জঃ রায়গঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী প্রিয়জায়া দীপা দাসমুন্সির প্রচারে উত্তর দিনাজপুরে আসছেন রাহুল গান্ধী। এমনটাই জানা গিয়েছে কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে । আগামী ১০ এপ্রিল, বুধবার জেলায় সভা করার কথা রাহুল গান্ধীর। রায়গঞ্জ ছাড়াও উত্তরবঙ্গের আরও কোনও জেলায় সভা করবেন কিনা রাহুল গান্ধী তা এখনও চূড়ান্ত হয় নি। জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, নাগর, হেমতাবাদ, করণদিঘি, চাকুলয়া এলাকায় মাঠ দেখা হয়েছে। তবে কোন মাঠে সভা হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।