
NBlive রায়গঞ্জঃ ইসলামপুর দুর্গা মন্দিরে পূজা দিয়ে লোকসভা নির্বাচনী প্রচার শুরু করলেন কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি। মঙ্গলবার সকালে জেলায় প্রবেশ করেই প্রথমে ইসলামপুর দুর্গা মন্দিরে পূজা দেন দীপা দেবী। জেলা কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, ইসলামপুরে মিছিল ও কর্মীসভায় যোগ দেওয়ার কথা রয়েছে দীপা দেবীর। এরপর গোয়ালপোখর, চাকুলিয়া, ডালখোলা, দোমহনায় দলীয় কর্মীদের সাথে বৈঠক ও নির্বাচনী প্রচার সেরে সন্ধ্যায় রায়গঞ্জ ফিরবেন দীপা দাসমুন্সি।