Archiveরায়গঞ্জ

নির্বাচনী প্রচারে রায়গঞ্জে আসছেন অমিত শাহ, সূত্র বিজেপি

 

NBlive রায়গঞ্জঃ বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর প্রচারে রায়গঞ্জে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিজেপি সূত্রে জানা গেছে, ১১ এপ্রিল রায়গঞ্জে সভা করবেন অমিত শাহ। রায়গঞ্জ বিধানসভা এলাকাতেই এই জনসভার আয়োজন করা হচ্ছে বলে বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে জানা গেছে। জেলা সভাপতি নির্মল দাম বলেন, এক লক্ষ মানুষের জমায়েত হবে সর্বভারতীয় সভাপতির জনসভায়। আমরা বেশ কয়েকটি মাঠ দেখে রেখেছি। তবে এখনও কোনওটাই চূড়ান্ত করা হয়নি। আজকালের মধ্যেই যে কোনও একটি মাঠ চূড়ান্ত করে ফেলা হবে।

দ্বিতীয় দফার নির্বাচনের দিন এগিয়ে আসতেই রায়গঞ্জ লোকসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বেড়ে চলেছে। ৯ এপ্রিল রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ এপ্রিল কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সির সমর্থনে সভা করতে আসছেন রাহুল গান্ধী। নাগরের একটি মাঠে সভা করার কথা রয়েছে রাহুল গান্ধীর বলে কংগ্রেস জেলা নেতৃত্ব সূত্রে জানা গেছে।

 

 

Back to top button