Archiveরায়গঞ্জ

নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইনি সহায়তা শিবির রায়গঞ্জে

NBlive রায়গঞ্জঃ নেশাগ্রস্থ যুবকদের পরিজনদের আইনি সহায়তার দেওয়ার লক্ষ্যে লিগাল সার্ভিসেস ক্যাম্পের আয়োজন করল ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি। মঙ্গলবার এই শিবির অনুষ্ঠিত হয় রায়গঞ্জ পলিটেকনিক কলেজ প্রাঙ্গনে।

শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষা রানী এ, জেলা পুলিশ সুপার শ্যাম সিং, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দিপ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা।

সংগঠনের জেলা সম্পাদক আশীস গুপ্ত জানিয়েছেন, নেশায় আচ্ছন্ন যুবক ও কিশোরদের পরিবারদের আইনি সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা পৌঁছে দিতে এবং তাঁদের সচেতন করতেইএই শিবিরের আয়োজন করা হয়েছে।

নেশামুক্ত সমাজ গড়ার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান জেলা শাসক আয়েষা রানী। নেশাগ্রস্থ যুবকদের পরিজনেরা যেই ধরণের আইনি সাহায্য আমাদের কাছে চাইবেন আমরা তা দেওয়ার চেষ্টা করব বলে জানান জেলা পুলিশ সুপার শ্যাম সিং। নেশামুক্ত সমাজ গড়ে তোলাই একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

Back to top button