Archiveইসলামপুর

পথ দুর্ঘটনায় মৃত এক ছাত্র

 

NBlive ইসলামপুরঃ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক স্কুল ছাত্রের। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার মাটিকুন্ডা এলাকায় রাজ্য সড়কের উপর। মৃত ওই ছাত্রের নাম সমির আক্তার। সমির তৃতীয় শ্রেণির ছাত্র বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে এদিন স্কুলে যাওয়ার পথে উলটো দিক থেকে আসা একটি ভুটভুটি গাড়ি ধাক্কা মারে সমিরকে। আহত অবস্থায় ওই ছাত্রকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানীয়রা নিয়ে গেকে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক ভুটভুটিকে আটক করলেও চালক পলাতক। পুলিশ চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Back to top button