
NBlive রায়গঞ্জঃ পরিবেশের সাথে মিশে যেতে পারে এমন সব উপকরণ দিয়ে তৈরি হচ্ছে রায়গঞ্জের নেতাজি পাঠাগারের পূজা মন্ডপ। ৭৬ তম বর্ষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে হাজির তাঁরা। কাগজ, সুতো, নারকোলের দড়ি, কাপড়ের ব্যাগ দিয়ে তৈরি হচ্ছে মন্ডপ। বাইরে থাকছে নানান রকম ফুলের গাছ। কালীর মাটির প্রতিমা থাকছে। পাশাপাশি আলোকসজ্জাতেও পরিবেশ সচেতনতার বার্তা দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।