
NBlive রায়গঞ্জঃ রাস্তাঘাটে আশ্রয় নেওয়া গবাদিপশুদের জন্য পশু ও প্রাণী সংরক্ষণ কেন্দ্র তৈরি করল রায়গঞ্জ পুরসভা। বন্দর পুর শ্মশান ঘাট এলাকায় এই পশু ও প্রাণী সংরক্ষণ কেন্দ্র তৈরি করেছে পুরসভা। আগামী সপ্তাহেই সেই সংরক্ষণ কেন্দ্র চালু করতে পারে বলে রায়গঞ্জ পুরসভা সূত্রে খবর। দীর্ঘদিন থেকেই শহরের রাস্তাঘাট গবাদিপশুদের বিচরণ কেন্দ্র হয়ে ওঠার অভিযোগ উঠছিল বাসিন্দাদের মধ্য থেকে। যানজট সমস্যার পাশাপাশি এই কারণে দুর্ঘটনায় ঘটত শহরের রাস্তায়। সেই সমস্যা সমাধানেই এবার এগিয়ে এসেছে পুরসভা।
পশু ও প্রাণী সংরক্ষণ কেন্দ্রের পাশাপাশি নাগরিক পরিষেবা প্রদানে একগুচ্ছ পরিকল্পনা বাস্তবায়িত করেছে পুরসভা। জানা গেছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো লাগোয়া একটি সুলভ শৌচালয় তৈরি করা হয়েছে। এছাড়াও শহরের জঞ্জাল সাফাই কাজে ব্যবহার করার জন্য একটি কম্পেক্টর মেশিন ও একটি ডাম্পার কিনেছে পুরসভা।
এছাড়াও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপো লাগোয়া এলাকায় শ্রমিক স্তম্ভ বসানো হয়েছে। স্তম্ভটির পার্শ্ববর্তী এলাকায় আলোকসজ্জার বন্দোবস্তও করছে পুরসভা। এদিকে রায়গঞ্জের অন্যতম প্রেক্ষাগৃহ বিধানমঞ্চকেও নতুন করে সাজিয়ে তোলা হয়েছে বলে খবর। আগামী সপ্তাহের প্রথমেই এই সকল প্রকল্পের উদ্বোধন করতে পারে পুর কর্তৃপক্ষ বলে জানা গেছে।