
Nblive রায়গঞ্জঃ ৭ দিনের অভিযানে পিন পার্বতী পাস জয় করে রায়গঞ্জ ফিরল ৮ পর্বতারোহী। গত ১৮ আগস্ট হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের ৮ পর্বতারোহী শুরু করেছিলেন তাঁদের যাত্রা। সাতদিনে মোট ১১০ কিলোমিটার পথ পেরিয়ে ১৭৪৫৭ ফুট উচ্চতায় পৌঁছে যান এই আট।
দলনেতা তাপস জোয়ারদার জানিয়েছেন -৭ দিনের অভিযানে মোট ১১০ কিমি রাস্তায় রোমাঞ্চকর বিপদসংকুল পথে হাঁটতে হয়েছে সকলকে। কখনও বরফ গলা ঠান্ডা জলে নদী পার হওয়া,অসংখ্য ক্রিভার্সে ভরা ৫ কিমি দীর্ঘ গ্লেসিয়ারের জমাট বাধা বরফের উপর দিয়ে হাঁটা রোমাঞ্চকর করে তুলেছিল অভিযানকে। অভিযানে অংশগ্রহণকারীরা হলেন,নারায়ন আগরওয়ালা,চন্দ্র নারায়ন সাহা,শান্তনু দেবগুপ্ত,পার্থ প্রতিম রায়,পকন কুমার সাহা,বিকাশ চন্দ্র দাস ও কৌশিক বিশ্বাস।