
NBlive রায়গঞ্জঃ নির্বাচনের একদিন আগে দলীয় প্রার্থীর উপর ক্ষোভ উগরে দিয়ে ভোট থেকে বিরত থাকার হুঁশিয়ারি তৃণমূল কর্মীদের। ঘটনা দার্জিলিঙ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইসলামপুরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূল কর্মীদের ক্ষোভ, দার্জিলিঙ লোকসভা কেন্দ্রের প্রার্থী তাঁদের সাথে কোনও বৈঠক করেনি। ব্যানার, পোস্টারও দেয়নি। ভোটার লিস্টও দেয় নি। পঞ্চায়েত সদস্যদের সাথে কোনও সহযোগিতা করেনি। সেই ক্ষোভেই ভোট থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী সমর্থক ও নেতৃত্বরা। ওই পঞ্চায়েতের প্রধান রইসুদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় নেতৃত্বের সাথে যোগাযোগ করি। কিন্তু আমাদের সাথে অসহযোগিতা করা হয়। প্রার্থী সহ জেলার কোনও নেতৃত্ব আমাদের সাথে দেখা করেনি। সেই কারণে নির্বাচন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা।