
NBlive রায়গঞ্জঃ দেড় মাসের মধ্যেই ছিনতাইয়ের পুরো টাকা উদ্ধার করে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ ও স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। জলপাইগুড়ি থানার ফাটাপুকুর থেকে ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। এদিন ধৃত দুইকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।
জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি বুধবার দুপুর ১’টা নাগাদ টুঙ্গিদিঘির এক চালকল ব্যবসায়ী নীলকমল কুন্ডুর কর্মচারী গনেশ সাহা ব্যাঙ্ক থেকে তিন লক্ষ টাকা তুলে বিধাননগর মোড় থেকে অটোতে উঠছিলেন। সেই সময় মোটর বাইকে করে এসে টাকা সমেত ব্যাগটি ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা।
এরপরেই রায়গঞ্জ থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন গনেশ সাহা। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। জেলা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ এবং রায়গঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে জলপাইগুড়ি জেলার ফাটাপুকুর থেকে বিনয় গোয়েল ও শত্রু গোয়েল নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ।
রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, মোটর বাইকে এসে এই দুই দুষ্কৃতী তিন লক্ষ টাকা ছিনতাই করে চম্পট দিয়েছিল। এরপর সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়। ছিনতাই হওয়া তিন লক্ষ টাকা উদ্ধার হয়েছে ধৃতদের থেকে। রায়গঞ্জ থানার পুলিশের দাবী, রায়গঞ্জের একাধিক ছিনতাইয়ের ঘটনায় যুক্ত রয়েছে এই দুই।