
NBlive ইসলামপুরঃ ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত চারটি দোকান। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস টার্মিনালে। আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা বলে জানা গেছে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর বাস টার্মিনালে একটি চায়ের দোকান অগ্নিসংযোগ ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আগুন ছড়িয়ে পড়ে পরপর আরও চারটি দোকানে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন সকালে খবর পেয়ে ছুটে আসেন ইসলামপুর পুরসভার পুরপতি তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল। ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। কি কারনে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ।
সন্তোষ ঠাকুর নামে এক দোকানদার জানিয়েছেন, রাত দুটো খবর পাই দোকানে আগুন লেগেছে। ছুটে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। এত বড় ক্ষতি হল এখন কি করে সংসার চলবে তা বুঝতে পারছি না। ইসলামপুর পুরসভার পুরপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে কিভাবে আগুন লেগেছে।