
NBlive রায়গঞ্জঃ কংগ্রেসের পর মনোনয়ন জমা দিতে রায়গঞ্জে মিছিল করল বামেরা। রায়গঞ্জের রেলগুমটি থেকে এদিন শতাধিক নেতা কর্মী সমর্থকদের সাথে নিয়ে মিছিল করে কর্ণজোড়ার উদ্দেশ্যে রওনা দেন বাম প্রার্থী মহম্মদ সেলিম। মিছিল থেকে জনসংযোগে ব্যস্ত থাকতে দেখা যায় বাম নেতৃত্বকে।
একই দিনে বাম কংগ্রেস ও তৃণমূলের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রায়গঞ্জে। এদিন সকালে প্রথম কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি হুড খোলা জিপে শতাধিক নেতা কর্মী সমর্থককে নিয়ে মিছিল করেন শহরে। এর কিছুক্ষণ বাদেই বামেরাও মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে কর্ণজোড়ার দিকে রওনা দেয়।
এদিকে তৃণমূল কংগ্রেসও কসবা মোড় থেকে মিছিল শুরু করেছে বলে জানা গেছে। মনোনয়ন জমা দেবেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালও।