Archiveরায়গঞ্জ

মনোনয়ন জমা দেওয়ার পথে দেবশ্রী, বিজেপির রোড শো রায়গঞ্জে

 

 

NBlive রায়গঞ্জঃ বাম,কংগ্রেস ও তৃণমূলের মনোনয়ন জমা দেওয়ার পর মঙ্গলবার রায়গঞ্জে বিশাল মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে রওনা হলেন রায়গঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। এদিন কসবা মোড় এলাকা থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শেষ হয় শিলিগুড়ি মোড় এলাকায়। এরপর কর্ণজোড়ার পথে রওনা দেন প্রার্থী সহ জেলা বিজেপির কর্মকর্তারা।

 

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী বলেন, অবহেলিত উত্তরবঙ্গের পিছিয়ে পড়া মানুষের সার্বিক উন্নয়নই তার প্রধানতম ইস্যু। তাঁর অভিযোগ, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে গতবারের জয়ী সিপিএম সাংসদ কোনও কাজই করেনি, কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি ও তার স্বামী স্বর্গীয় প্রিয়রঞ্জন দাসমুন্সিকে এই কেন্দ্রের মানুষ জয়ী করেছিলেন। কেন্দ্রে সেসময় ইউপিএ সরকারও ছিল, কিন্তু রায়গঞ্জের মানুষকে এইমস হাসপাতালের নামে ধোকা দিয়েছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্যজুড়ে সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ এবার একজোট হয়ে বিজেপিকে ভোট দিয়ে জয়ী করবে বলে দাবী করেন রায়গঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী।

 

Back to top button