
NBlive রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার মহিলাদের স্বনির্ভর করতে আরও একটি নতুন প্রকল্পের সূচনা হতে চলেছে জেলায়। এবার পরিস্রুত পানীয় জলের পরিষেবাও দেবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। ইতিমধ্যেই জেলায় মহিলা চালিত অ্যাম্বুলেন্স পরিষেবা ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কর্ম সংস্থানের বন্দোবস্ত করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
এবার কালিয়াগঞ্জ ব্লকের বোঁচাডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিস্রুত পানীয় জলের প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। চলতি মাসেই এই প্রকল্পের সূচনা করতে পারেন জেলা শাসক আয়েষা রানী।
জানা গেছে, অতিরিক্ত পরিমাণে জলে আয়রন থাকায় দীর্ঘদিন থেকেই জলকষ্টে ভুগছিলেন ওই এলাকার বাসিন্দারা। তাই বোঁচাডাঙা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় ৮ লক্ষ টাকা খরচ করে গ্রাম পঞ্চায়েতের ভেতরেই এই প্ল্যান্ট বসানো হয়েছে।
স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গেছে, স্থানীয় ‘অগ্রগতি’ নামে একটি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্ল্যান্টের মাধ্যমে জল পরিস্রুত করে বাড়ি বাড়ি সরবরাহ করবেন। স্বল্প খরচে এই জল সরবরাহ করবেন মহিলারা। প্রাথমিক ভাবে ২০ লিটার জলের মূল্য ধার্য করা হয়েছে ২০ টাকা। যা নাকি বাজারে বিক্রিত জলের তুলনায় অনেকটাই কম। পঞ্চায়েত সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই এই প্রকল্পের সূচনা করবেন জেলা শাসক আয়েষা রানী।