Archiveরায়গঞ্জ

মাঝরাতে রায়গঞ্জের রাজপথে ভূতেদের টহল, তারপর? পড়ুন।

 

NBlive রায়গঞ্জঃ রায়গঞ্জের রাজপথে পাঁচ ভূতের টহলদারি। মাঝরাতে ভূতেদের টহলদারীতে প্রাথমিক অবস্থায় কিছুটা অস্বস্তিতে পড়লেও ক্ষণিকের মধ্যেই ভুল শোধরালো বাড়ি ফিরতি জনতার। ৩১ অক্টোবর পালিত হয় হ্যালোইন ডে হিসেবে। আর সেই ডে পালন করতে পিছিয়ে থাকলো না রায়গঞ্জও। তাই হ্যালোইন ডে-র রাতে ভূত সেজে শহরের পথে বেড়িয়ে পড়ল তিন পুরুষ ও দুই মহিলা ভূত।

 

 

ভূতেদের মধ্যে অন্যতম মহুয়া ঘোষ বলেন, প্রতিবারের মতন এইবারও হ্যালোইন ডে পালন করতেই ভূতের সাজে মাঝরাতে শহরের রাস্তায় বেড়িয়েছি। মানুষকে ভয় দেখাতে নয়, চকোলেট নিয়ে মানুষকে কিছুটা আনন্দ দেওয়ার উদ্দেশ্য নিয়ে। তাঁর দাবী, সারা জীবনতো আমরা কষ্ট করেই কাটাই। একদিন নয় সাধারণকে একটু আনন্দই দেই।

 

 

 

Back to top button