
NBlive রায়গঞ্জঃ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রায়গঞ্জে ধিক্কার মিছিল যুব তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই ধিক্কার মিছিলের নেতৃত্বে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গোলাম রব্বানী, জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দীপ বিশ্বাস, যুব তৃণমূল সভাপতি গৌতম পাল সহ অন্যান্য নেতৃত্বরা।
শহর পরিক্রমা করে শিলিগুড়ি মোড় এলাকায় মিছিলটি শেষ হয়। মিছিলে উপস্থিত তৃণমূল নেতৃত্বদের দাবী, কেন্দ্রীয় সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম ক্রমশ বাড়িয়ে চলেছে। ফলে চরম সমস্যার মুখে পড়েছে সাধারণ নাগরিকরা৷ এরই প্রতিবাদে এদিন শহরজুড়ে ধিক্কার মিছিলের আয়োজন করা হয়েছে। এদিন মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েছে।