Archiveরায়গঞ্জ

যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার রায়গঞ্জে, তদন্তে নামল পুলিশ কুকুর

 

NBlive রায়গঞ্জঃ বাড়ির থেকে কিছুটা দূরে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার দেওখন্ডা গ্রামে। পুলিশসূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম সুজন মন্ডল ( ৩০), বাড়ি রায়গঞ্জ থানার জয়নগর এলাকার পিপলান গ্রামে। যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে ঘটনার তদন্তে এলাকায় নামানো হয়েছে পুলিশ কুকুর।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার জয়নগর এলাকার পিপ্লান গ্রামের বাসিন্দা সুজন মন্ডল কৃষি কাজের পাশাপাশি একটি সমিতির হিসেব নিকেশের কাজ করতো। গতকাল সন্ধ্যায় পর সমিতির হিসেবের খাতাপত্র নিয়ে সে বাড়ি থেকে বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। রাতেই সুজনের পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।

 

 

এরপর এদিন সকালে দেওখন্ডা গ্রামে বাড়ির থেকে কিছুটা দুরে রাস্তার পাশে সুজনের রক্তাক্ত মৃতদেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। এই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসে আশপাশের থেকে বহু মানুষ। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডি এস পি প্রসাদ প্রধান সহ রায়গঞ্জ থানার আই সি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।পুলিশের অনুমান ওই ব্যক্তিকে আর্থিক কারণে ওই যুবককে খুন করা হয়ে থাকতে পারে। যুবকের দেহে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এই খুনের ঘটনার সাথে যুক্ত তা জানতে তদন্ত শুরু করছে রায়গঞ্জ থানার পুলিশ।

 

 

Back to top button