Archiveরায়গঞ্জ

রাজ্যে জরুরি অবস্থা চলছে, আদালতে পৌঁছে মন্তব্য শঙ্করের

NBlive রায়গঞ্জঃ ” রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ শেষ, জরুরী অবস্থা ঘোষণা হয়ে গিয়েছে ” শনিবার রায়গঞ্জ জেলা আদালতে পৌঁছে এমন মন্তব্যই করলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তী। পুলিশের অনুমতি ছাড়াই রায়গঞ্জ শহরে মিছিল করা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনায় বিজেপির জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তী সহ শতাধিক বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে  পুলিশ। এই মামলায় রায়গঞ্জ থানার পুলিশ শুক্রবার দিনই শঙ্কর বাবুকে আদালতে হাজির করানোর আবেদন করেছিল।

কিন্তু গতকাল অভিযুক্ত জেলা বিজেপি সভাপতি বালুরঘাট  জেলা সংশোধনাগারে থাকায় তাঁকে আদালতে পেশ করা যায়নি। এদিন রায়গঞ্জ সিজেএম আদালতে তোলা হয়েছে বিজেপি সভাপতি শঙ্কর চক্রবর্তীকে। কোর্ট লকআপে প্রবেশ মুহূর্তে শঙ্কর চক্রবর্তী বলেন, ” মিছিল করার জন্য জেলে যেতে হচ্ছে, এরপর অনশন ছাড়া আর কোনও আন্দোলন করা যাবেনা। এ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ শেষ হয়ে গিয়েছে। তাঁর কটাক্ষ রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা হয়ে গিয়েছে।

 

দীর্ঘ শুনানির শেষে এদিন এই মামলায় শঙ্কর বাবুর জামিনের আবেদন মঞ্জুর করে সিজেএম আদালত।

Related News

Back to top button