
NBlive রায়গঞ্জঃ বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পুলিশের নাকাচেকিং-এ উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার। রাতভর রায়গঞ্জে তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি ৩৪ নং জাতীয় সড়কে নাকাচেকিং করলেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার৷ যদিও নাকাচেকিং এ কোনও আগ্নেয়াস্ত্র বা বেআইনি কোনও কিছু উদ্ধার হয়নি। জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন রুটিন মাফিক এই নাকা চেকিং ও তল্লাশি অভিযান চলছে এবং তা লাগাতার করা হবে।