Archiveবিনোদনরায়গঞ্জ

রায়গঞ্জে ছবির উৎসব

Nblive রায়গঞ্জঃ প্রথমবার রায়গঞ্জে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব ফটোগ্রাফি দিবস। আগামী ১৯ আগস্ট রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে এই উপলক্ষে আয়োজন করা হয়েছে ছবি প্রদর্শনী, ফটোগ্রাফি নিয়ে একটি সেমিনার ও র‍্যালির। ফটোসিন্থেসিসের সদস্যদের বক্তব্য, বিভিন্ন সময়ে ছবি প্রদর্শনী হয়ে থাকে।  তবে সেই সকল প্রদর্শনীতে জাতীয়, আন্তর্জাতিক স্তরের প্রতিযোগীতার পর বাছাই করা কিছু ছবিই স্থান পায়। ফলে শহরের ছবিপ্রেমী নতুন ফটোগ্রাফাররা নিজেদের তৈরি করা কলা সাধারণের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়। এই বিষয়টি মাথায় রেখেই বিশ্ব ফটোগ্রাফি দিবসে প্রতিযোগিতা, বাছাইপর্বহীন একটি ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 

https://www.facebook.com/psynthesis19/

উদ্যোক্তাদের মধ্যে অন্যতম সৌম্যদীপ গুহ বলেন, এই প্রদর্শনীতে কোনও বিভাগ রাখা হয়নি। সকল স্তরের মানুষ যেন এই প্রদর্শনীতে ভাগ নিয়ে নিজেদের শিল্পকলা মানুষের সামনে তুলে ধরতে পারে তারই একটি প্রচেষ্টা করা হয়েছে। ক্যামেরা অথবা মোবাইল ফোনে তোলা ছবি দুইই স্থান পাবে এই প্রদর্শনীতে।  তিনি আরও জানান, ফটোগ্রাফির একটা ইতিহাস, একটা জার্নি আছে। ১৮৩৯ সাল থেকে প্রতি বছর ১৯ আগস্ট দিনটি ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যে সকল মানুষ নিরলস কাজ করে গেছেন তাদের প্রতি শ্রদ্ধার উদ্দেশ্য ও শান্তির বার্তা নিয়ে বিশ্ব ফটোগ্রাফি দিবসে রায়গঞ্জের পথে সকলে মিলে হাঁটারও একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Back to top button