
NBlive রায়গঞ্জঃ জাতীয় সড়কে ভুটভুটি ভ্যান চালানোর দাবীতে রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করল সারা ভারত ভুটভুটি ভ্যানচালক সমিতি। দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ থাকার ফলে নাকাল হন নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ। জাতীয় সড়কে আটকে পরে দূরপাল্লার বহু লড়ি ও যাত্রীবাহী যানবাহন। সারাভারত ভুটভুটি ভ্যানচালক সমিতির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক সনাতন দত্ত অভিযোগ করে বলেন, দুর্ঘটনার দোহাই দিয়ে জেলা পুলিশ জাতীয় সড়কে ভুটভুটি চালানো বন্ধ করে দিয়েছে। অথচ শহরের বিভিন্ন জায়গায় অন্যান্য যানবাহন রাস্তা আটকে যাত্রী ওঠা নামা করছে, ঘটছে দুর্ঘটনাও সেদিকে নজর নেই প্রশাসনের। গরীব ভুটভুটি চালকদের উপরে জুলুমবাজী করে চলেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। এরই বিরুদ্ধে এদিনের প্রতিবাদ।