
NBlive রায়গঞ্জঃ রায়গঞ্জে রেলগেটের ফলে মানুষের ভোগান্তি দূর করতে উদ্যোগী রাজ্যের পরিবহন দফতর। শহরের ব্যস্ততম এলাকা বিবিডি মোড়ে রেল লাইন এড়িয়ে রাস্তা পারাপারের জন্য গড়ে তোলা হবে ওভার ব্রীজ। যার উপর দিয়ে শুধু পথচারীই নয়, অনায়াসে চলাচল করতে পারবে ছোট মাপের হালকা যানবাহনও। প্রাথমিক ভাবে পরিবহন মন্ত্রীর কাছ থেকে এই সেতু নির্মানের জন্য অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন ইটাহারের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি অমল আচার্য।
অমল বাবু বলেন, রায়গঞ্জ তথা জেলাবাসীর দুর্ভোগের কথা তুলে ধরে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে শহরের বিবিডি মোড় এলাকায় একটি ফুট ব্রীজ নির্মান করার দাবি জানানো হয়েছিল। তিনি সেই আবেদন মঞ্জুর করে জানিয়েছেন শুধু পথচারীই নয়, ছোট ও হালকা ওজনের যানবাহন চলাচলের উপযোগী একটি ওভার ব্রীজ তৈরি করে দেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহন করা হবে। প্রকল্পের জন্য অর্থের কোনও সমস্যা হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। প্রকল্প রূপায়ণে যা যা করণীয় তা সম্পন্ন করতে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন অমল বাবু।
উল্লেখ্য, শহরের মাঝে রেলগেট থাকার ফলে যানজট নিত্যদিনের সঙ্গী রায়গঞ্জবাসীর। রেলগেটের পাশাপাশি একই এলাকায় পুরবাস স্ট্যান্ড থাকার ফলে এই যানজট মাঝে মধ্যেই তীব্র আকার ধারণ করে। স্বল্প প্রস্থের শহরের রাস্তায় এই যানজটকে বাড়িয়ে তোলে রাস্তার উপর অবৈধ ভাবে টোটো অটো পার্কিং। ফলে রেল যাতায়াত না করলেও পুরবাস স্ট্যান্ড থেকে রেলগেট পেরিয়ে বিবিডি মোড় অথবা শিলিগুড়ি মোড়ের দিকে যেতে প্রায়শই আধ ঘন্টা থেকে ৪০ মিনিট পর্যন্ত সময় লেগে যায়। যানজটের ফলে সমস্যার মুখে পড়তে হয় মুমূর্ষু রোগী, স্কুল পড়ুয়াদের। নাজেহাল হতে হয় সাধারণ পথচারীদের। তবে শহরের ওই এলাকায় ওভার ব্রীজ নির্মান হলে এই সমস্যার অনেকটাই সমাধান হবে বলেই মনে করছেন নাগরিকরা।