Archiveরায়গঞ্জ

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, বঙ্গ রত্ন পাচ্ছেন রায়গঞ্জের শিক্ষক

NBlive রায়গঞ্জঃ শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বঙ্গ রত্ন সম্মানে ভূষিত হচ্ছেন রায়গঞ্জের প্রবীন শিক্ষক অমিত কুমার সরকার। শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চে অমিত বাবুকে এই সম্মান প্রদান করা হবে বলে জানা গেছে। রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, ইটাহার হাইস্কুল সহ বিভিন্ন স্কুলে দীর্ঘদিন তিনি শিক্ষকতা করেছেন। ইটাহার হাইস্কুলে প্রধান শিক্ষক পদে থাকাকালীন চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেন তিনি। অবসরের পরেও তিনি শিক্ষাজগতের সঙ্গেই যুক্ত রয়েছেন। ইটাহারের দিগনা হাইস্কুলের প্রধান শিক্ষক পদে,এবং রায়গঞ্জ বিএড কলেজের প্রিন্সিপাল পদেও দীর্ঘদিন কর্মরত ছিলেন। দীর্ঘদিন বিজ্ঞান কংগ্রেসের সদস্য ছিলেন বিজ্ঞানের এই শিক্ষক। গতকালই জেলা প্রশাসনের তরফে অমিত বাবু কে বঙ্গ রত্ন হিসেবে তাঁর নাম নির্বাচিত হয়েছে বলে জানানো হয়। তাঁর এই পুরষ্কার প্রাপ্তীর খবরে খুশি জেলার শিক্ষানুরাগী মহল। অমিত বাবুর দাবী, শুধু শিক্ষা নয়,সম্প্রীতি, ও দেশরক্ষার কাজে অবদানের জন্য রি সম্মান প্রদান করা হচ্ছে। তবে এই পুরষ্কার বা সম্মান আমার একার নয়। জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শিক্ষানুরাগী মানুষের।

 

 

 

Related News

Back to top button