Archiveরায়গঞ্জ

শিলিগুড়ি মোড় থেকে উধাও যুবক, চাঞ্চল্য রায়গঞ্জে

NBlive রায়গঞ্জঃ কাজ থেকে বাড়ি ফেরার পথে শিলিগুড়ি মোড় থেকে উধাও এক যুবক। রায়গঞ্জ শহরের নেতাজী পল্লী এলাকার বাসিন্দা সুরজিৎ ব্যানার্জীকে বুধবার সন্ধ্যায় শেষ বারের মতন দেখা গিয়েছিল বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। এরপর থেকে ওই যুবকের আর কোনও খোঁজ মেলেনি। বুধবার রাতেই রায়গঞ্জ থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে।

পরিবার সূত্রে জানা গেছে, বছর ২৬-এর সুরজিৎ হেমতাবাদে একটি গুদামে ডাটা এন্ট্রির কাজের সাথে যুক্ত। রায়গঞ্জ থেকে রোজ বাসেই যাতায়াত করে থাকে সে। বুধবার বাড়ি ফেরার সময় পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ না পাওয়া গেলে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু বেশকিছু বার চেষ্টার পরেও সুরজিতের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সুরজিতের দাদা সুমিত ব্যানার্জী বলেন, ভাইয়ের খোঁজে তাঁর বন্ধুদের বাড়ি, নিকটবর্তী আত্মীয়দের সাথেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। এরপরেই রায়গঞ্জ থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর থেকেই সুরজিতের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Back to top button