Archiveইসলামপুর

সন্ত্রাসের রাজনীতি করলে মাঠে নেমে মোকাবিলা করা হবে, চোপড়ায় শুভেন্দু

 

NBlive রায়গঞ্জঃ “চোপড়ায় আর কোনও রাজনৈতিক খুন হলে বা ভাঙচুড়ের ঘটনা ঘটালে কোনও মিটিং মিছিল নয় সরাসরি মাঠে নেমে মোকাবিলা করব আমরা”। বুধবার চোপড়ার দাসপাড়ার সভামঞ্চ থেকে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখনও সময় আছে এলাকার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের কাছে আত্মসমর্পন করুন। মন্ত্রী এদিন অভিযোগ করে বলেন, কিছু স্বার্থান্বেষী মানুষ সন্ত্রাসের রাজনীতি করছে। তৃণমূল কর্মীদের খুন করছে। তাদের এবার থেকে মিটিং মিছিল করে নয়, মাঠে ময়দানে নেমে সামনা সামনি মোকাবিলা করা হবে। বিগ্রেড জনসভার প্রস্তুতি হিসাবে এদিন উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় থানার দাসপাড়ার ফুটবল মাঠে বিশাল জনসভা করে তৃণমূল কংগ্রেস। সেখানেই রাজ্যের বিরোধী দলগুলিকে আক্রমন করেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

বিগ্রেড প্রস্তুতি বিশাল জনসভায় মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটনমন্ত্রী গৌতম দেব, রাজ্যের পঞ্চায়েত রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, বিধায়ক অমল আচার্য, চোপড়ার বিধায়ক হামিদুল রহমান, ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল।

 

Back to top button