Archiveরায়গঞ্জ

‘সবাইতো পাঁচ বছরে একবার আসে, আমি এখানেই থাকবো।’- কানাইয়ালাল আগরওয়াল

 

NBlive রায়গঞ্জঃ “সবাইতো পাঁচ বছরে একবার আসে। আর আমি তো এখানকারই ছেলে। উন্নয়ন করব।” প্রচারে গিয়ে এমনই বার্তা দিচ্ছেন রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। বিরোধীদের কার্যত বহিরাগত তকমা দিয়ে কানাইয়া বাবুর দাবী, “আমি এখানকারই ছেলে। আমি দিল্লি, কলকাতা যাবোনা। এখানেই থাকবো । উন্নয়ন করব। তৃণমূলের বিধায়ক হয়ে এলাকায় ৫০ কোটি টাকার কাজ শুরু করেছি। এবার তৃণমূলের সাংসদ হয়ে এলাকায় উন্নয়ন করব।

রবিবার যুব তৃণমূলের ডাকা একটি কর্মীসভায় যোগ দিতে হেমতাবাদে আসেন তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল। সেখানে কর্মীদের সাথে কথা বলেন তিনি। কর্মীসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনে জয়ী হতে গেলে সংগঠন প্রয়োজন। বিজেপির সংগঠন কোথায়? কোনও বেগই দিতে পারবে না। কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সি প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদ্বন্দ্বিতা আছে বলে মনে করিনা। কানাইয়া বাবুর দাবী, আমি তো এখানেই থাকবো, দিল্লি, কলকাতা যাবোনা। বিধায়ক হয়ে কাজ করেছি। সাংসদ হয়েও এলাকার উন্নয়নের কাজ করবো।

 

Back to top button