
NBlive রায়গঞ্জঃ রাজ্য সরকারের নজরুল অ্যাকাডেমির উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের পরিচালনায় রায়গঞ্জ কর্ণজোড়ায় অনুষ্ঠিত হল নজরুল আবৃত্তি ও নজরুলগীতি প্রতিযোগিতা। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানারুপ। কর্ণজোড়ায় জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের সভাগৃহে অনুষ্ঠিত এই নজরুল আবৃত্তি ও নজরুলগীতি প্রতিযোগিতায় জেলার সবকটি ব্লকের প্রতিযোগি ও প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেন।
এদিনের এই প্রতিযোগিতায় মোট ১৩০ জন প্রতিযোগি অংশ নেন। জেলা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক রানারূপ জানিয়েছেন, নজরুল আবৃত্তি ও নজরুলগীতি প্রতিযোগীতায় অংশগ্রহণকারী ১৩০ জন প্রতিযোগির হাতেই শংসাপত্র তুলে দেওয়া হবে। প্রতিযোগিতায় প্রথম তিনজন স্থানাধিকারী কলকাতায় রাজ্য প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।