Archiveইসলামপুররায়গঞ্জ

সেন্ট্রাল ফোর্স না থাকলে শান্তিপূর্ণ ভোট হবে না – দিলীপ ঘোষ

 

NBlive ইসলামপুরঃ দাড়িভিটের সভা থেকে ফের সেন্ট্রাল ফোর্সের দাবীতে সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত ভোট যেই ভাবে হিংসার মাধ্যমে হয়েছে,আমরা চাইবো না ভোট করতে গিয়ে কেউ মারা যাক, ক্ষতিগ্রস্ত হোক। যেখানে গণতন্ত্র বিপন্ন, মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ নেই, সেখানে সমস্ত ভোট কেন্দ্রে সেন্ট্রাল ফোর্স চাই বলে আমরা দাবী তুলেছি। দিলীপ বাবু বলেন, আমরা মনে করছি সেন্ট্রাল ফোর্স না থাকলে শান্তিপূর্ণ ভোট হবে না। তবে তিনি আশাবাদী যথেষ্ট পরিমাণে সেন্ট্রাল ফোর্স মোতায়ন করবে নির্বাচন কমিশন।

 

 

Back to top button