Archiveরায়গঞ্জ

১০ দফা দাবীতে স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির

NBlive রায়গঞ্জঃ ১০ দফা দাবী নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। মঙ্গলবার কর্ণজোড়ায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের নিকট স্মারকলিপি জমা দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক অজয় রায় চৌধুরী সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অজয় বাবু বলেন, সকলের জন্য নূন্যতম অষ্টম শ্রেণি পর্যন্ত গুনগত শিক্ষা প্রদান, নির্বাচন ও বিভিন্ন সরকারি কাজে শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, রাজ্যের প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন করে সর্বভারতীয় বেতন কাঠামো প্রদান, জেলার শূন্যপদে প্রধান শিক্ষক নিয়োগ ও ভারপ্রাপ্ত শিক্ষকদের ভাতা প্রদানের দাবী সহ মোট ১০ দফা দাবীতে জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। দাবীসমূহ নিয়ে দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

Back to top button