Archiveরায়গঞ্জ

৮০ ফুট উঁচু ও ১২০ ফুট চওড়া মন্ডপ রায়গঞ্জের সুদর্শনপুরের পূজায়

NBlive রায়গঞ্জঃ ৬৯ তম বর্ষে ৮০ ফুট উঁচু ও ১২০ ফুট চওড়া থার্মোকলের মন্ডপ তৈরি করছে রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। রাজপ্রাসাদের আদলে তৈরি হচ্ছে মন্ডপ। থাকছে থার্মোকলের উপরে বিভিন্ন হস্তশিল্পের নক্সা ও কারুকার্য। মণ্ডপের ভিতরে থাকছে ঝাড়বাতি। টেরাকোটা মডেলের আদলে তৈরি দুর্গা, অসুর, গণেশ, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিকের প্রতিমায় গায়েও নানা হস্তশিল্প ফুটিয়ে তোলা হয়েছে। আলোকসজ্জায় থাকছে পর্বত অভিযানের বিভিন্ন দৃশ্য ও কার্টুনের নানা চরিত্র। মন্ডপের সামনে সেফ ড্রাইভ সেভ লাইফ ও দুষণ বিরোধী প্রচার করা হবে বলে জানা গিয়েছে।

Related News

Back to top button