ইসলামপুর

সকেট বোমা উদ্ধার চোপড়ায়, নিস্ক্রিয় করল বোম্ব স্কোয়াড

সোলার প্রজেক্টের ঘর থেকে উদ্ধার তিনটি সকেট বোমা। শিলিগুড়ির বোম্ব স্কোয়াড এসে নিস্ক্রিয় করে বোমাগুলি৷ তদন্তে নেমেছে পুলিশ৷

Bengal Live চোপড়াঃ চোপড়া থানার হপ্তিয়াগছের সোলার প্রজেক্টের একটি ঘর থেকে উদ্ধার তিনটি সকেট বোমা। শিলিগুড়ি থেকে বোম ডিসপোসাল স্কোয়াড এসে বোমগুলি নিষ্ক্রিয় করে বৃহস্পতিবার। বোমা গুলি কোথা থেকে কী উদ্দেশ্য নিয়ে আনা হয়েছিল, কারাই বা ওই বোমাগুলি মজুত করছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইসলামপুর জেলা পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন,চোপড়া থানার হপ্তিয়াগছের সোলার প্রোজেক্টের একটি ঘরে বস্তার মধ্যে বোম গুলি রাখা ছিল।কর্মীরা সেখানে কাজ করতে গিয়ে বোমগুলো দেখতে পায়।চোপড়া থানার পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘরটিকে সিল করে দিয়ে শিলিগুড়ি বোম ডিসপোসাল স্কোয়াডকে খবর দেয়। সন্ধ্যা নাগাদ বোম ডিসপোসাল স্কোয়াডের কর্মীরা হপ্তিয়াগছ পৌঁছে বোম গুলি নিস্ক্রিয় করে।পুলিশ সুপার জানিয়েছেন,বোম গুলো সেখানে কীভাভে এলো,কারা এই বোম গুলো মজুত করেছিল পুলিশ তদন্ত করে দেখছে।

Related News

Back to top button