পোর্টজিন
শশধর – গৌতমী ব্যানার্জী

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
মনে হয় ওই অস্পষ্ট চাঁদটাকে
ধূসর আকাশের পট থেকে রং তুলি দিয়ে মুছিয়ে দিই
কেমন যেন ভাসা ভাসা তার কিরণ,
চুরি করা তার লজ্জা বরণ।
কেন সে যে শেষ বিকেলে চাঁদ –
কিছুটা আবছা তার চলাচল, ও যেন ঠিক
সবার মতো – সাধারণ হলেও অসাধারণ
আকাশে তার জায়গা কোথায় !
কোন ব্যাবিলনের সেই সুদূর প্রাচীর –
উঁচু দিয়ে কোন কয়েদি হয়তো তাকেই দেখতো
কোনদিন রোমের ক্রীতদাস, ওই আবছাটাকে একান্ত কঠোর ভেবেছিল।
ক্লিওপেট্রা হয়তো শেষটায় তার ছোঁয়া গায়ে মেখেছিলো।
কিছুটা শুভ, কিছুটা শান্ত , তার গাঢ় হলুদ ছোঁয়া
কোন এক বিধবা, তার সাদা রং – হলুদ রং দেখতে থাকে করুন নয়নে।
জোয়ার আসে, ভাটা আসে মনে।
ভাটিয়ালি সুর যায় মনে পড়ে
কেউ কেউ দেখতে থাকে তার পূর্ণ হওয়ার রূপ
কারো প্রতীক্ষা তার কৃষ্ণ পক্ষের।
কেউ বা গিয়েছে তিথি মিলিয়ে –
মিলনের হলুদ অঙ্গে।
কারোর বা হাতে উঠেছে বাঁশি
মহুয়ার তালে তালে।
কেউ বা গিয়েছে রোহিনী বেশে,
গিয়েছে চাঁদের কাছে।
কারোর শুধু অপেক্ষা আছে,
পোড়া রুটিরই তরে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9636459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।