পোর্টজিন
মহঃ মোতাহারুল হক-এর লেখা চারটি অনু কবিতা

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
“পুজোর সময়”
আমি হলাম ছোট খুকি পরি ছোট জামা,
পুজোর জন্য কিনে দেছে আমার বুড়ি ঠাম্মা।
পুজো এলে মনটা খুলে সবার সাথে মিশি,
ঘরে ভালো খাবার ক’রে আসে মাসি-পিসি।
“চার বন্ধু”
শ্যামা, রামা ভালো ছেলে পড়ার মধ্যে রয়,
খেলার ইচ্ছা হচ্ছে যখন বাবা-মাকে কয়।
পল্টু, ভোল্টু দুষ্টু নাকি পড়াতে নেই মন,
খাচ্ছে তাড়ন দিদির কাছে ঘাঁটছে তবু ফোন।
“নিম গাছে”
ওই নিম গাছে পাখির বাসা আছে ক’টি ছানা,
দেখার জন্য চড়বো নাকো বুড়ো দাদুর মানা।
বাঁধা ঠেলে চড়লে গাছে পড়ি যদি নিচে,
হাত, পা ভাঙলে কষ্ট হবে কাঁদতে হবে পিছে।
“খালি কলসী”
খালি কলসী বাজে বেশি বুঝে ক’জন মানে,
রাজার ছেলের বিয়ে হলো পেয়েছে সে দানে।
নদীর পাড়ে জল আনতে যাচ্ছে যুব-রানী,
সবাই দেখে নিন্দা করে একি কান্ড খানি।
জল তুলিতে জল পড়ে যায় কলসী হলো ফাটা,
যুবরানী বুঝলো পরে বেকার হচ্ছে খাটা।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।