রায়গঞ্জ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে নীল বাতি গাড়ি, মালিক কে?

গাড়িটি কে বা কারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেখে গিয়েছে, তা জানা নেই কারোর।

 

Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দাঁড়িয়ে নীল বাতি লাগানো একটি গাড়ি। আর ওই গাড়িটিকে নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মধ্যে। কে বা কারা গাড়িটিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রেখে গিয়েছে তা জানা নেই কারোর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গেছে, গত পাঁচ-ছয় দিন ধরে একটি নীল বাতি লাগানো গাড়ি বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের পাশের শেডে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বিষয়টি প্রথমে কারোর নজর না কাড়লেও পরবর্তীতে ধোঁয়াশা সৃষ্টি হয়।

প্রশ্ন ওঠে, গাড়ির মালিক কে? কে ই বা গাড়িটিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রেখে গিয়েছে। তবে এই প্রশ্নের কোনও উত্তর এখনও মেলেনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রায়গঞ্জ থানার দ্বারস্থ হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীদের দায়িত্ব নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ কর্তৃপক্ষ ।

বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসের দায়িত্বে থাকা তপন নাগ বলেন, বিশ্ববিদ্যালয়ে এসে তারা গাড়িটিকে দেখতে পান। কে বা কারা গাড়িটি এখানে রেখে গেছে তা এখনও জানা যায়নি। ভুঁয়ো কোন আধিকারিক চক্র এখানে কাজ করতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ইনচার্জ অধ্যাপক তাপস মহন্ত বলেন, বিষয়টা রেজিস্ট্রারের মাধ্যম দিয়ে পুলিশকে জানানো হয়েছে। কীভাবে এই গাড়ি ক্যাম্পাসের ভেতরে ঢুকেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Related News

Back to top button