রায়গঞ্জ

দাউদাউ করে জ্বলছে ট্রাক, চাঞ্চল্য ৩৪ নম্বর জাতীয় সড়কে

আচমকাই ওই ট্রাকে আগুন লেগে যায় বলে খবর। তবে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায় নি।

 

Bengal Live ডালখোলাঃ দাঁড়িয়ে থাকা ট্রাকে আচমকা আগুন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ডালখোলার ৩৪ নম্বর জাতীয় সড়কে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও পুলিশ৷ রাস্তার উপরে ট্রাকটি জ্বলতে থাকায় আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে। বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যহত হয় ওই এলাকায়। পরে দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, রবিবার সন্ধ্যা ৬টা ৫০ নাগাদ একটি গম বোঝাই লরির কেবিনে আগুন লাগে । ঘটনাটি ঘটে ডালখোলা থানার মিঠাপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে,বিহারের মধুবনী জেলা থেকে লরিটি ডালখোলা আসে । লরি চালকের বক্তব্য অনুসারে,লরিটি মিঠাপুর ৩৪নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। ডালখোলাতেই খালি হতো মাল। সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ নাগাদ লরির কেবিনে আচমকা আগুন লেগে যায়। নিমেষের মধ্যে সেই আগুন গোটা কেবিনে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় ডালখোলা দমকলের একটি ইঞ্জিন । ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। কী ভাবে আগুন লাগল ওই ট্রাকে? তা এখনও জানা যায়নি৷ দমকল কর্মীদের অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে৷

Related News

Back to top button