একাধিক বনধ সমর্থনকারী আটক রায়গঞ্জে

জোর করে বনধ সফল করার অভিযোগে রায়গঞ্জে আটক বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী ও সমর্থক। উত্তেজনা রায়গঞ্জ শহরে।

Bengal Live রায়গঞ্জঃ বিজেপির ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধকে ঘিরে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসা। পিকেটিং করার অভিযোগে আটক একাধিক বিজেপি নেতা, কর্মী ও সমর্থক। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রায়গঞ্জ শহরে। জোর করে বনধ সফল করার অভিযোগে পুলিশ বিজেপি নেতা অভিজিৎ যোশী, দলের মহিলা মোর্চার নেত্রী পাভেল সরকার সহ একাধিক বিজেপি কর্মীকে আটক করেছে।

বিজেপি নেতা অভিজিৎ যোশীর দাবি, বনধ পালন করার জন্য আমরা মানুষের কাছে হাত জোড় করে অনুরোধ করছিলাম। কোনও জোর করা হয়নি। পুলিশ অন্যায় ভাবে আমাদের আটক করেছে।

আরও পড়ুনঃ বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হেমতাবাদে

হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্র নাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর মঙ্গলবার উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘন্টার বনধের ডাক দেয় বিজেপি। মঙ্গলবার সকাল থেকেই চাপা উত্তেজনা ছিল রায়গঞ্জ শহরজুড়ে। যেকোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয় শহরজুড়ে। এদিকে এদিন সকাল থেকে বিজেপি কর্মী সমর্থকেরা বনধ সফল করতে শহরজুড়ে মোটরবাইক মিছিল করে। সরকারি বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে পিকেটারদের বিরুদ্ধে। এরপরেই কড়া পদক্ষেপ নেওয়ার জন্য তৎপর হয় রায়গঞ্জ থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী শহরজুড়ে টহলদারি শুরু করে। এদিকে এখনও পর্যন্ত রায়গঞ্জে কোনও দোকানপাট খুলতে দেখা যায়নি। সরকারি বাস চলাচল করলেও বেসরকারি বাসের দেখা মেলেনি।

আরও পড়ুনঃ হেমতাবাদের প্রয়াত বিধায়ককে শেষ শ্রদ্ধা বিজেপির, শবদেহ নিয়ে মিছিল রায়গঞ্জে

Exit mobile version