বিজেপির যুব নেতাকে মারধর রায়গঞ্জে, জেলাজুড়ে আন্দোলনের ডাক
নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বাড়ছে চাপানউতোর। বিজেপির যুব মোর্চা রাজ্য কমিটির সদস্যকে বেধরক মারধর করার অভিযোগ রায়গঞ্জে।
Bengal Live রায়গঞ্জঃ বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতিকে রাতের অন্ধকারে মারধর করার অভিযোগ উঠল রায়গঞ্জে। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির যুব নেতা ভক্ত কুমার রায়কে মারধর করেছে বলে অভিযোগ। গভীর রাতে আহত ভক্ত কুমার রায়কে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর মাথায় গভীর আঘাত রয়েছে বলে জানা গেছে। এদিকে দলীয় নেতার উপর হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার জেলাজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে বিজেপির উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চা।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বিজেপির যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য ভক্ত কুমার জানান, আমার উপরে এর আগেও স্থানীয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। বাড়িতে বোমা পিস্তল রেখে ফাঁসানোর চেষ্টা করেছে। এদিনও রাতে কুকুরদের খাওয়ানোর জন্য বাড়ি থেকে বেরোলে বেশ কয়েকজন তৃণমূল দুষ্কৃতী বেধরক মারধর করে।
অভিযোগ অস্বীকার করেছে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি সানকিং দাস। তাঁর দাবি এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেস কোনও ভাবেই জড়িত নন।
এদিকে হামলার ঘটনার প্রতিবাদে শুক্রবার জেলাজুড়ে পথ অবরোধ বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে জেলা যুব মোর্চা।