রায়গঞ্জ

বড়দিনে রায়গঞ্জ শহরজুড়ে কেক, শীতবস্ত্র বিতরণ

বড়দিন উপলক্ষে শহরজুড়ে কম্বল, শীতবস্ত্র বিতরণের আয়োজন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের৷ মধ্যরাত থেকেই এই কর্মসূচি শুরু হয়েছে রায়গঞ্জে।

 

Bengal Live রায়গঞ্জঃ কনকনে শীতের মধ্যে ভবঘুরে মানুষের হাতে কম্বল তুলে দিলেন রায়গঞ্জের ইউনিটি ফাউন্ডেশনের সদস্যরা৷ বড়দিনের রাতে শহরজুড়ে ঘুরে দুঃস্থ ও অনাথ শিশুদের মধ্যে কম্বল বিতরণ করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্য দেবাশীস চক্রবর্তী ও প্রসেনজিৎ সেন জানিয়েছেন, প্রবল শীতের মধ্যে কষ্ট পাওয়া প্রায় পঞ্চাশজন দুঃস্থ মানুষের হাতে তাঁরা কম্বল তুলে দিয়েছেন।

এদিকে নিজের ওয়ার্ডের প্রবীণ নাগরিকদের মধ্যে কম্বল বিতরণ করলেন রায়গঞ্জ পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ সাহা। তিনি বলেন, প্রতিবছরই আমার ওয়ার্ডের বয়স্ক বৃদ্ধা-বৃদ্ধাদের কম্বল বিতরণ করা হয়। প্রবল শীতের মধ্যেও ওয়ার্ডের প্রবীণ নাগরিকরা সুস্থ ভাবে বেঁচে থাকতে পারেন তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রায় ১৫০ জন প্রবীণের হাতে এদিন কম্বল তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ সাহা।

এদিকে শহরের অপরএক স্বেচ্ছাসেবী সংস্থা সবুজ শিশুর উদ্যোগে এদিন শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়। কম বয়সী শহরের কিছু যুবক-যুবতীরাই মূলত এই সংগঠনের সদস্য-সদস্যা। তাঁরা জানিয়েছেন, সংগঠনের সদস্যদের আর্থিক সহযোগিতায় এদিন শহরের ছোট বাচ্চাদের চকোলেট,কেক প্রদান করা হয়। এছাড়াও শ্রমজীবী মানুষদের শীতবস্ত্র প্রদান করা হয়।

এদিকে বড়দিন উপলক্ষে উত্তর দিনাজপুর তৃণমূল অস্থায়ী স্বাস্থ্য কর্মী সংগঠনের পক্ষ থেকে জাতি বর্ণ নির্বিশেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ,নার্স, ওয়ার্ড বয় অন্ড গার্ল , হাউসকিপিং স্টাফ, হাসপাতালে নিযুক্ত আয়ামাসি, রোগী ও রোগীর পরিবারের সদস্যদের মধ্যে কেক বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়৷ মূলত যীশুর জন্মদিনে সকলের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জন্যই এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি প্রশান্ত মল্লিক।

Related News

Back to top button