নিজের উদ্যোগেই রাস্তা বানাচ্ছিলেন গ্রামবাসীরা, সাহায্যের হাত বাড়ালেন রায়গঞ্জের শিল্পপতি

সরকারি কোনও সাহায্য মেলেনি। গ্রামবাসীরা মিলিত ভাবেই তৈরি করছিলেন রাস্তা। খবর পেয়েই সাহ্যায্যের হাত বাড়ালেন রায়গঞ্জের শিল্পপতি।
Bengal Live রায়গঞ্জঃ কবরস্থান থাকলেও, ছিল না সেখানে যাওয়ার রাস্তা। সরকারি সাহায্যের উপর ভরসা না করে তাই নিজেদের সমস্যা সমাধানে নেমে পড়লেন রায়গঞ্জ ব্লকের গৌরী গ্রাম পঞ্চায়েতের রূদ্রখন্ডের কিছু মানুষ। নিজেরাই জমি দান করে রাস্তা নির্মাণের কাজ শুরু করলেন তাঁরা। সেই খবর সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের শিল্পপতি কৃষ্ণ কল্যানী। শুক্রবার রাস্তা নির্মাণ কমিটির হাতে তুলে দিলেন ৫০ হাজার টাকার আর্থিক অনুদান।
জানা গেছে, গৌরী গ্রাম পঞ্চায়েতের রূদ্রখন্ড গ্রামে কবরস্থানে যাওয়ার রাস্তা নিয়ে দীর্ঘদিন থেকে সমস্যায় ছিলেন এলাকার বাসিন্দারা। সেই সমস্যা সমাধানে গ্রামের আটজন বাসিন্দা নিজেরাই জমি দান করেন। চাঁদা তুলে শুরু করেন প্রায় ৬৫০ মিটার রাস্তা নির্মাণের কাজ।
গ্রামের বাসিন্দা তথা জমিদাতা ফরিজুল সাহেব জানান, কবরস্থানের জন্য জমি থাকলেও সেখানে যাওয়ার জন্য কোনও রাস্তা ছিল না। ফলে সমস্যার পড়তে হতো এলাকার বাসিন্দাদের। তাই গ্রামের ৮ জন বাসিন্দা মিলে রাস্তা নির্মাণের জন্য জমি দান করেছি। তারপর চাঁদা তুলে সেই রাস্তা নির্মাণ করার কাজ শুরু করেছি। সরকারি কোনও সহযোগিতা আমরা পাইনি। এদিন আমাদের কাজে খুশি হয়ে রাস্তা নির্মাণের জন্য ৫০ হাজার টাকা দিয়ে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শিল্পপতি কৃষ্ণ কল্যানী।
এই বিষয়ে শিল্পপতি কৃষ্ণ কল্যানী বলেন, সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি, কবরস্থানে যাওয়ার রাস্তা নেই। সরকারি অনুদান না পেয়ে নিজেদের খরচায় রাস্তা তৈরি করছেন বাসিন্দারা। সরকারের কাজ ওঁরা নিজেরা করছে জানতে পেরে ভালো লাগে। তাই উৎসাহিত হয়ে এদিন ওদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দিয়েছি।