কুলিক ব্রিজ থেকে নদীতে ঝাঁপ এক ব্যক্তির, দাবি প্রত্যক্ষদর্শীদের

ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

Bengal Live রায়গঞ্জঃ কুলিক ব্রিজ থেকে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে স্থানীয় বাসিন্দারা। এসেছে রায়গঞ্জ থানার পুলিশ৷ তবে ওই ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ব্রিজ থেকে একজন ঝাঁপ দিয়েছে। তারপর আর ওঠেনি। তবে কে ওই ব্যক্তি, কোথা থেকে এসেছিল, সেইসব কারোরই জানা নেই।

হুঁশিয়ারি দিয়ে মাও পোস্টার পুরুলিয়ায়

প্রত্যক্ষদর্শী এক যুবক বিশাল রাজভার জানান, আমরা নদীতে স্নান করছিলাম, সেই সময় দেখলাম, এক ব্যক্তি ব্রিজ থেকে ঝাঁপ দিল। জামা কাপড় পড়া অবস্থায় ওই ব্যক্তি নদীতে ঝাঁপ দেয় বলে জানান বিশাল। তাঁর দাবি, কিছুদূর পর্যন্ত ওই ব্যক্তিকে ভাসতে দেখলেও পরে আর দেখতে পায়নি। জলেই ডুবে গিয়েছে ওই ব্যক্তি। তবে কে, কী উদ্দ্যেশ্যে কুলিক নদীতে ঝাঁপ দিয়েছে সেই বিষয়ে কিছুই জানা নেই বলে জানিয়েছেন বিশাল। এদিকে ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ৷

Exit mobile version