রায়গঞ্জ
Trending

রায়গঞ্জ পুলিশের বড় সাফল্য, ২৪ ঘন্টার মধ্যেই চুরির ঘটনার কিনারা

রায়গঞ্জ পুলিশের বড় সাফল্য, ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া সোনার অলঙ্কার ও নগদ টাকা উদ্ধার করল পুলিশ। ধৃত এক।

 

Bengal Live রায়গঞ্জঃ মেয়ের বিয়ে ও বাড়ির তৈরির জন্য সোনার অলঙ্কার ও নগদ টাকা জমিয়েছিলেন রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দা গণেশ দাস। গত শুক্রবার রাতে কাজ সেরে বাড়ি ফিরে দেখেন বাড়ির দরজা ও লকার ভাঙা অবস্থায় রয়েছে। চুরির ঘটনার অভিযোগ রায়গঞ্জ থানায় জানানোর পরেই তদন্তে নামে পুলিশ কর্মীরা। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া সোনার অলঙ্কার ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ৷ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

জানা গেছে, রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দা গণেশ দাস। পেশায় মিষ্টি বিক্রেতা গণেশ বাবুর মেয়ের বিয়ে ও বাড়ি তৈরির জন্য নগদ টাকা ও সোনার অলঙ্কার বানিয়ে রেখেছিলেন লকারে। অভিযোগ, রাতে কাজ সেরে বাড়ি ফিরে দরজা ও লকার ভাঙা অবস্থায় দেখেন৷ এরপরেই রায়গঞ্জ থানায় অভিযোগ জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে রাজেশ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের কাছ থেকে খোয়া যাওয়া নগদ টাকা ও সোনা উদ্ধার করেছে পুলিশ। রায়গঞ্জ থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মিষ্টি বিক্রেতা দম্পতি। খোয়া যাওয়া নগদ টাকা ও অলঙ্কার ফিরে পেয়ে খুশি তাঁরা।

Related News

Back to top button