রায়গঞ্জ
রায়গঞ্জ জেলা পুলিশ সুপার বদল

এই মুহূর্তের সবথেকে বড় খবর রায়গঞ্জ জেলা পুলিশ সুপার পদে বদলির নির্দেশ জারি।
Bengal Live রায়গঞ্জঃ রায়গঞ্জ জেলা পুলিশ সুপার বদল। সোমবার এক নির্দেশিকা জারি করা হয়েছে এই বিষয়ে৷ রায়গঞ্জে নতুন পুলিশ সুপার হয়ে আসছেন সানা আখতার। পুলিশ সুপার সুমিত কুমারকে বদলি করা হয়েছে কোচবিহারে।
এদিন তিনজন আইপিএস অফিসারকে বদলি করা হয়েছে। জানা গেছে, রায়গঞ্জে নতুন পুলিশ সুপার হয়ে আসছেন সানা আখতার। তিনি হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে ছিলেন। এদিকে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমারকে কোচবিহারের পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার কে কান্ননকে বদলি করা হয়েছে হাওড়া কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে।