রায়গঞ্জ
Trending

ইটাহার প্রাইমারি টিচার্স কো-অপারেটিভ নির্বাচনে ৯ আসনেই জয়ী “শিক্ষক ঐক্য জোট” প্রার্থীরা

ইটাহার থানা প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির ভোটে মোট ৯ টি আসনের ৯ টিতেই জিতল “প্রাথমিক শিক্ষক ঐক্য” মঞ্চের প্রার্থীরা। তৃণমূল সমর্থিত ৯ জন প্রার্থীই পরাজিত।

Itahar Primary Teachers Cooperative Election

 

Bengal Live ইটাহারঃ পঞ্চায়েত নির্বাচনের আগে বড়সড় ধাক্কা শাসক শিবিরে। ইটাহার থানা প্রাইমারি টিচার্স এমপ্লয়িজ কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে মুখ থুবড়ে পড়ল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। ৯ আসনে একটিতেও জয় পেল না শাসক দল সমর্থিত প্রার্থীরা। সবকটি আসনে জয় ছিনিয়ে নিয়েছে “শিক্ষক ঐক্য জোট”। রবিবার সন্ধ্যায় প্রাইমারি টিচার্স কো-অপারেটিভ সোসাইটি নির্বাচনের ফলাফল প্রকাশ পেতেই ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় জোট সমর্থকদের মধ্যে। এদিন সকাল থেকেই বারেবারে উত্তেজনা সৃষ্টি হয় ইটাহার প্রাথমিক স্কুল চত্বরে। জোট সমর্থকদের লক্ষ্য করে ইট-পাথর , বোমা ছোড়ার অভিযোগও ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি সামাল দিতে মজুত ছিল ইটাহার থানার বিশাল পুলিশ বাহিনী।

Itahar Primary Teachers Cooperative Election

জানা গেছে, ইটাহার প্রাইমারি টিচার্স কো-অপারেটিভ সোসাইটিতে মোট আসন রয়েছে ৯টি। মোট ভোটার রয়েছে ৪৪২টি। এরমধ্যে এদিন ভোট দিয়েছেন ৪০৩ জন সদস্য।

Related News

Back to top button