রায়গঞ্জ

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু রায়গঞ্জে, আটক ৪

গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। উদ্ধার ঝুলন্ত মৃতদেহ। তদন্তে রায়গঞ্জ থানার পুলিশ৷ আটক চার।

 

Bengal Live রায়গঞ্জঃ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রায়গঞ্জের দেবীনগর কালীবাড়ি এলাকায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ৷ এদিকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতার শ্বশুর বাড়ির চার সদস্যকে আটক করেছে।

জানা গেছে, বছর চারেক আগে কালীবাড়ির বাসিন্দা রাজু দাসের সাথে বিয়ে হয় সীমা দাসের৷ তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পণের দাবিতে সীমা দেবীর উপর অত্যাচার শুরু হয়। মৃতার দাদা দিব্যেন্দু দাসের অভিযোগ, টাকার দাবিতে বোনের উপর অত্যাচার করতো শ্বশুর বাড়ির সদস্যরা। ওরাই আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে দিয়েছে।

এদিকে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বাড়ির সামনে জমায়েত করেন স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ, স্থানীয় কাউন্সিলর। শ্বশুর বাড়ির চার সদস্যকে পুলিশ আটক করেছে। মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে মৃত্যু? আত্মঘাতী সীমাদেবী? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ৷

Related News

Back to top button