রায়গঞ্জ

মন্দিরে পূজা দিয়েই ভোট প্রচারে কৃষ্ণ কল্যানী

বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণ কল্যানীর নাম ঘোষণা করে বিজেপি। তারপরেই শহরজুড়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছিলেন তাঁর অনুগামীরা।

 

 

Bengal Live রায়গঞ্জঃ জল্পনা চলছিলই। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কৃষ্ণ কল্যানী রায়গঞ্জ থেকে নির্বাচনে লড়াই করবেন বলে শোনা যাচ্ছিল সব মহল থেকে। তবে জল্পনায় শিলমোহর না পড়ায় কোনও সঠিক বার্তা মিলছিল না। তবে তাঁকে জনসংযোগ বাড়াতে দেখা যাচ্ছিল বিগত বেশ কিছুদিন থেকেই৷ শহর থেকে গ্রাম রায়গঞ্জ বিধানসভা এলাকার একাধিক গ্রামে তাঁকে চা চক্রে যোগ দিতে দেখা গিয়েছে। বিজেপি নেতৃত্বকে সাথে নিয়ে দুস্থ মানুষদের দিকে সাহায্যের হাতও বাড়িয়ে দিয়েছেন তিনি। তবে এসব কিছুর মাঝেই সব জল্পনার অবসান ঘটিয়ে দিল্লি থেকে কৃষ্ণ কল্যানীকে রায়গঞ্জ কেন্দ্রের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়৷

প্রার্থী হিসেবে নাম ঘোষণার সাথেসাথেই বৃহস্পতিবার রায়গঞ্জে উল্লাস মিছিল করেন কৃষ্ণ কল্যানীর অনুগামীরা৷ অনুগামীদের সাথে নিয়ে শহরজুড়ে পদযাত্রা করেন প্রার্থী নিজেও। এরপর শুক্রবার বন্দর আদি কালীবাড়িতে সস্ত্রীক পূজা দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী।

কৃষ্ণ কল্যানীর সহধর্মিণী নিশা কল্যানী জানালেন, স্বামী কৃষ্ণ কল্যানী প্রার্থী হওয়ায় পরিবারের সকলেই ভীষণ খুশি। তাঁকে জয়ী করতে সর্বদা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তিনি। কৃষ্ণ কল্যানী বলেন, পুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আজ থেকে প্রচার শুরু করলাম। প্রার্থনা করলাম রায়গঞ্জ বিধানসভায় জয়ী হয়ে যাতে মানুষের সেবায় নিয়োজিত হতে পারি।

Related News

Back to top button