Archive

তৃণমূলের হাতে আক্রান্ত কর্মীদের পাশে কোচবিহার বাম-কংগ্রেস নেতৃত্ব

ওয়েব ডেস্ক : কর্মীদের মনোবল বাড়াতে তৃণমূলের সন্ত্রাস  কবলিত এলাকায় পৌঁছলেন বাম কংগ্রেস-জোট নেতৃত্ব। জোটের নেতারা আজ কোচবিহার ২ ব্লকের অন্তর্গত পাতলাখাওয়া এলাকায় পৌঁছান। সেখানে ফরওয়ার্ডব্লক, সিপিএম ও কংগ্রেস পার্টি অফিসে গিয়ে আক্রান্ত সাধারণ কর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদেরকে আতঙ্ক মুক্ত হওয়ার বার্তা দেন নেতারা। এদিনের এই কর্মসূচীর নেতৃত্বে ছিলেন সিপিএম জেলা সম্পাদক তারিনী রায়, কংগ্রেসের জেলা সভাপতি শ্যামল চৌধুরী, ফরওয়ার্ডব্লকের জেলা সম্পাদক পরেশ অধিকারী  সহ অন্যান্য বাম কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল চাঁদার জুলুম করছে বলে সন্ত্রস্ত কর্মীরা অভিযোগ জানালে জোটের নেতারা তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।

Back to top button