Archive

বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আত্মপ্রকাশ “বাগান বন্ধু”-এর

সোশ্যাল মিডিয়া থেকে যাত্রা শুরু। বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আত্মপ্রকাশ ” বাগানবন্ধু”-র।

 

 

Bengal Live রায়গঞ্জঃ “গাছের বন্ধু হয়ে উঠি” এই স্লোগানকে সামনে রেখে রায়গঞ্জ শহরজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল “বাগানবন্ধু”। রায়গঞ্জ পুরসভা এলাকায় সৌন্দর্য্যায়নের লক্ষ্যে বাগান বন্ধু-র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হল সোমবার। নিমঝুরি, জারুল কৃষ্ণচূড়া মিলিয়ে মোট ৪০ টি গাছের চারা রোপণ করা হয় এদিন। দেবীনগর কালীবাড়ি থেকে রায়গঞ্জ পুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার দুইধারে বৃক্ষরোপণ করা হয়েছে বলে জানিয়েছেন দলের সদস্যরা।

এদিন কর্মসূচীর উদ্বোধন করেন রায়গঞ্জ পুরসভার পুরপতি শ্রী সন্দীপ বিশ্বাস। ” বাগান বন্ধু”-এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি। সংগঠনের অন্যতম সদস্যা পারমিতা সাহা জানান, “প্রকৃতি রক্ষার পাশাপাশি পুরসভার সৌন্দর্য্য আমাদের মূল লক্ষ্য। রোপণ করা গাছেদের রক্ষনাবেক্ষণের জন্য রায়গঞ্জ পুরসভা খাঁচার ব্যবস্থা করেছে। পারমিতা দেবী আরও জানান, “বাগান বন্ধু” মূলত একটি ফেসবুক গ্রুপ। সেখান থেকেই যাত্রা শুরু হয়েছিল। গুটিগুটি পায়ে গ্রুপের সদস্য সংখ্যা পাঁচশো ছুঁইছুঁই। আগামীতে রায়গঞ্জের সৌন্দর্যবৃদ্ধি জন্য এই গ্রুপ কাজ করে যাবে।

Related News

Back to top button