Archive

ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলছে। এদিকে ভ্যাপসা গরম উত্তরের কিছু জেলায়। বৃষ্টি হলেও কমছে না অস্বস্তিকর গরম।

 

 

Bengal Live ডেস্কঃ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানালো আলীপুর আবহাওয়া দপ্তর৷ জানা গেছে, বাঁকুড়া থেকে দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে মৌসুমী অক্ষরেখা৷ সেটাই ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরে আসছে বলে জানা গেছে। আর তার জন্যই প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে উত্তরবঙ্গে।

দাউদাউ করে জ্বলছে ট্রাক, চাঞ্চল্য ৩৪ নম্বর জাতীয় সড়কে

এদিকে দক্ষিণবঙ্গে আগামী বুধবার থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস৷ এদিনও শহর কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে লাগাতার বৃষ্টির জেরে বেশ কয়েকটি জেলায় জনজীবন বিপর্যস্ত। মালদায় গঙ্গা নদী ভাঙনে ক্ষতির মুখে শতাধিক পরিবার৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০টিরও বেশি বাড়ি গঙ্গায় তলিয়ে গিয়েছে।

Related News

Back to top button